হারিয়ে গেছে ভালোবাসা তোমার
হারিয়ে যাইনি শুধু আমি
যতন করে রেখেছি বুকের মাঝে
তোমার দেয়া সকল ভালোবাসাগুলি ।
আজও আমি নদীর ধারে খুঁজি তোমার ছায়া
কত পাখি নদীতে আসে যায়
সকল কে জিজ্ঞাস করলেও
কেউ বলতে পারেনি তোমার কথা।
জোছনা রাতে ছাদে বসে তাকিয়ে আকাশে
খুজছি তোমায় তাঁরার মাঝে আছো কি জ্বলে?
অবশেষে জিজ্ঞাস করলাম মেঘের দলকে
তোমাদের আড়ালে লুকিয়ে রেখেছো কি আমার প্রিয়জনকে?
মেঘের কোন শব্দ নেই, নেই কোন সাড়া
চলছে ওরা ওদের মত, আছে শুধু তাড়া,
তোমায় খুঁজে পেলাম না কোথাও একটু সান্ত্বনার ভাষা
অবশেষে ভেসে গেল চোখের দুই কিনারা ।
তোমার অপেক্ষায় আজও বসে আছে শূন্য এ দেহ
যদি কখনও মনে পড়ে আমায়, একবার ভেবে দেখ,
তোমার জন্য পরান আমার করছে হাহাকার
ভালোবাসি কথাটি শুনলে কেট যেত হৃদয়ের সকল অন্ধকার।