হৃদয়ে তোমায় দেখি তবে
চোখে কেন দেখি না?
এত কাছের হয়েও কেন
খুঁজে তবে পাই না?
দিন কেন যায় না
রাত কেন আসে না,
রাত আসলে তবে
ভোর কেন হয় না?
সারা রাত চেয়ে থাকি
ঘুম তবে আসে না,
তোমার অপেক্ষায় যেন
এ হৃদয় আর সয় না।
বেঁচে থেকে কি লাভ এ পৃথিবীতে
যদি না পাই দেখা তোমার সাথে?
এ দুঃখের সাগরে আর বেঁচে থাকতে
মন যে আর চায় না
কষ্টভরা হৃদয়খানি
কেউ কখনও বুঝলোনা।
ঘুমের ঘরে স্বপ্নে তোমায় দেখি তবে
জেগে কেন পাই না?
আকাশের দিকে চেয়ে মেঘ দেখি
তবে বৃষ্টি কেন আসে না?
শুকনো পাতার মর্মর শব্দ শুনি হৃদয়ে
তবে তোমার কথা কেন শুনি না?
এই আস, এই যাও এই কথা ভেবে
বসে থাকি, মন যে আর মানে না।
মন যদি চায় তবে,
ফিরে এসো ঘরে
মরা গাছে আবার ফুটবে ফুল
তোমার দেখা পেয়ে।