তোমার ডাকে সাড়া দিতে চাইনি
তবুও দিয়েছি।
তোমার কাছে আসতে চাইনি
তবুও এসেছি।
তোমাকে কখনও ডাকতে চাইনি
তবুও ডেকেছি।
তোমার মায়ায় জড়াতে চাইনি
তবুও জড়িয়েছি।
তোমার বুকে মাথা গুঁজতে চাইনি
তবুও গুঁজেছি।
তোমার হাসিতে হাসতে চাইনি
তবুও হেসেছি।
তোমার কান্নায় কাঁদতে চাইনি
তবুও কেদেছি।
তোমায় ভালবাসতে চাইনি
তবুও ভালবেসেছি।
অবশেষে তোমাকে হারাতে চাইনি
তবুও হারিয়েছি…!!!