আমি কখনও মেঘের দোষ দিবো না
মেঘ বৃষ্টি দেওয়ার জন্য অপেক্ষায় ছিল।
পাহাড়কেও দোষ দিবো না
ঝর্ণায় ভাসাতে উদগ্রীব ছিল।
সাগরকেও দোষ দিবো না
জোয়ারে ভাসাতে চেয়েছিল।
শিশিরকেও দোষ দিবো না
দূর্বা ঘাসে ফোটা ফোটা জল দিতে চেয়েছিল।
সবই দোষ আমারই ছিলো
কারন আমি এতো কিছুর যোগ্য ছিলাম না
যতোটা না তোমার ছিলো।
শুধু হাত পেতেছিলাম
তোমাকে পাওয়ার জন্য।
কিন্তু কখনও কপালের দিকে চোখ যায়নি
কারন নিজের চোখ দিয়ে কখনও
নিজের কপাল দেখা যায় না।
তাই শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম
আর তাতেই আমি আজ অন্ধ!
কারন এখন আর চোখ খুললে
তোমাকে দেখতে পাই না।