কি পেলাম তোমায় ভালবেসে
কি পেলাম তোমার কাছে এসে?
শুধু কষ্ট ছাড়া সব কিছুই
কেড়ে নিয়েছ।
কি দিয়েছ তুমি আমায় ভালবেসে
কিইবা চেয়েছি তোমার কাছে
শুধু ভালবাসা ছাড়া কিছুই
চাইনি তোমার কাছে।
কি চেয়েছ তুমি অন্যের কাছে
কি পেয়েছ তুমি তার কাছে?
অর্থ সম্পদ ছাড়া আর
কিইবা পেয়েছ।
কি অপরাধ করেছি আমি তোমার কাছে
কি না করেছি আমি তোমায় কাছে পেতে
শুধু বেধেছিলাম আশা বুকে
তোমায় ভালবেসে।
কত অনুরোধ করেছি আমি তোমার কাছে
কত জল ফেলেছি ঐ দু’চোখ থেকে
ভাল না বাসলেও যেন একটি বার হলেও
আমার কাছে আসে।
কত কথা ছিল এই হৃদয়ের মাঝে
কত দিন ছিলাম তোমার পানে চেয়ে
সকল কথা বিষে ভরে
হৃদয়ে জমে আছে।
কি পেলাম তোমায় ভালবেসে
কি পেলাম তোমার কাছে এসে?
শুধু কষ্ট ছাড়া সব কিছুই
কেড়ে নিয়েছ।