যদি কখনও জোৎস্না রাতে
আমার কথা মনে পড়ে
এত তাঁরার মাঝে আমায়
কিভাবে খুজে নিবে?
আমি তখন মিশে যাবো
সকল তারার মাঝে,
শত চেষ্টা করেও তুমি
আমাকে পাবেনা কো খুজে।
যদি হন্য হয়ে ঘুর তুমি
অন্য কোন গ্রহে,
যেথায় যাও সেথায় তুমি
পাবেনা কো খুজে।
যদি যাও মঙ্গল গ্রহে
আমার দেখা পেতে
আমি তখন মিশে যাবো
মঙ্গল গ্রহের সাথে।
মঙ্গল গ্রহে না পেয়ে যদি
চলে যাও চাঁদে,
চাঁদেও আমায় পাবেনা কো
ফিরবে খালি হাতে।
পৃথিবীতে ফিরে আবার তুমি
আমায় খুজতে থাক
খবর পাবে আমি নেই আর
এই পৃথিবীর মাঝে।