তোমার জন্য এ গান আমি গেলাম রচন করে
যদি কখনও আমার কথা তোমার মনে পড়ে।
গাইও তুমি এগান তখন আপন গলা ছেড়ে
আমি তখন আসবো আবার তোমার সুর শুনে।
সেদিন হবে তোমার সাথে দেখা আমার
দুই হৃদয়ের কোন এক কোনে।
ভুলে যেওনা ওগো তুমি এ গান আমার
চিরদিন রেখো তোমার মনে।
তোমার জন্য এ গান আমি গেলাম রচন করে
যদি কখনও আমার কথা তোমার মনে পড়ে।
বসন্তের নতুন হাওয়ায় নিবো তোমায় চির আপন করে
যেওনা কো ওগো তুমি সেদিন আমায় ছেড়ে।
মনের যত রঙিন ফুলে সাজাবো তোমায়
নিজের হাতে, পুরো শরীর জুড়ে।
মেহেদী রাঙ্গিয়ে দিব তোমার হাত দু’টি ভরে,
যেওনা কো ওগো তুমি সেদিন আমায় ছেড়ে।
তোমার জন্য এ গান আমি গেলাম রচন করে
যদি কখনও আমার কথা তোমার মনে পড়ে।
চোখের যত লজ্জা ভেঙ্গে রাখবো তোমায় যতন করে
মিষ্টি মুখের হাসিতে তোমার যাবো হাড়িয়ে।
পদ্মা মেঘনায় মিলব দু’জন, দু’জনের তরে
স্বপ্ন ডানায় উড়বো দু’জন পরীদের মতন করে।
ফিরবো আবার দু’জন দু’জনে একই নদীর তীরে
যেওনা কো ওগো তুমি সেদিন আমায় ছেড়ে।