কেঁদনা তুমি বিপদ দেখে
মেনে নাও সব আপন বলে
আসবে সুখ আসবে সময়ে
সেই অপেক্ষায় থাক তুমি
স্বপ্ন ডাঙায় ঘর সাজিয়ে।
হেসোনা তুমি অন্যের বিপদ দেখে
কাছে যাও তাকে সান্ত্বনা দিতে
আপন করে নাও হৃদয়ে জড়িয়ে
তোমার সমবেদনা পেয়ে তবে
ঘুচবে তাহার দুঃখ যে।
দুঃখের পরে সুখ আসে
এই কথা নাও মেনে
আল্লাহর উপরে ভরসা রেখে
বের হও সকল কাজে
জিতবে তুমি জিতবেই তবে
জীবনের কোন এক ক্ষণে।