Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / দুঃখের পরে সুখ আসে ___ রেদোয়ান মাসুদ

দুঃখের পরে সুখ আসে ___ রেদোয়ান মাসুদ

কেঁদনা তুমি বিপদ দেখে
মেনে নাও সব আপন বলে
আসবে সুখ আসবে সময়ে
সেই অপেক্ষায় থাক তুমি
স্বপ্ন ডাঙায় ঘর সাজিয়ে।

হেসোনা তুমি অন্যের বিপদ দেখে
কাছে যাও তাকে সান্ত্বনা দিতে
আপন করে নাও হৃদয়ে জড়িয়ে
তোমার সমবেদনা পেয়ে তবে
ঘুচবে তাহার দুঃখ যে।

দুঃখের পরে সুখ আসে
এই কথা নাও মেনে
আল্লাহর উপরে ভরসা রেখে
বের হও সকল কাজে
জিতবে তুমি জিতবেই তবে
জীবনের কোন এক ক্ষণে।

Check Also

গ্রাম – রেদোয়ান মাসুদ

মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...

DMCA.com Protection Status