নিরিবিলি বলছি কথা
তোমার পাশে বসে
একা একা বলছি কথা
তোমার কানে কানে।
নিরিবিলি ভাবছি একা
তোমার হৃদয়ে বসে
একা একা বলছি কথা
তোমায় ভালবেসে।
নদীর ধারে বসে একা
আঁকছি তোমার ছবি
মনে মনে ভাবি তোমায়
পরান ভরে দেখি।
জ্যাৎস্না রাতে চেয়ে আছি
দূর আকাশের দিকে
তোমায় খুজি ঐ আকাশে
লক্ষ তাঁরার মাঝে।
পুকুরে পরছে গাছের ছায়া
তাকিয়ে থাকি সেখানে
তোমায় খুজি ঐ ছায়াতে
শাড়ীর আঁচলে।
কোকিল ডাকে বন-জঙ্গলে
কুহুকুহু করে
তোমায় খুজি সুরের মাঝে
জাইগো হারিয়ে
মেঘ জমেছে দূর আকাশে
যায়যে এদিক-ওদিক চলে
তোমার খুজি মেঘের মাঝে
তাকিয়ে অবুঝ চোখে।