Breaking News
Home / বাঙালি তরুণ কবি / রেদোয়ান মাসুদ / বিদায় বন্ধু বিদায় __রেদোয়ান মাসুদ .

বিদায় বন্ধু বিদায় __রেদোয়ান মাসুদ .

জীবনের শেষ তীরে এসে বলছি তোমায়
হাসিভরা মুখে একবার দাওগো বিদায় ।
এই অমানবিক পৃথিবীর প্রতিটি মুহূর্ত আমায়
নিষ্ঠুর কুঠারের আঘাতে রক্ত ঝরিয়ে যায়।
চক্ষু দুটি শুধু বার বার একদিক ঔদিক তাকায়
যেদিক তাকায় সেদিকেই শুধু ভাঙ্গা হৃদয়।
রক্ত ঝরাবে তবে কেন ভালবেসেছিলে আমায়
কেন দেখিয়েছিলে এত অভিনয়?
কেন আমি আজ অথই সাগরের জলে ?
হাবুডুবু খাচ্ছি কোনো কূল কিনারা না পেয়ে।
শত চেষ্টার পরও কোন তীরের দেখা না পেয়ে
অথই জলেই মরতে হবে আজ ডুবে ডুবে
সেই মৃত্যুর বেলায় বলছি তোমায়
ভালবাসার দরকার নেই শুধু একবার

Check Also

গ্রাম – রেদোয়ান মাসুদ

মন টেকে না ইট পাথরের এই শহরে আর পাইনা শান্তি খুলে রেখেও অট্টালিকার দ্বার সবুজ ...

DMCA.com Protection Status