মনে পড়ে তোমাকে
চোখের প্রতিটি পলকে
নিঃশ্বাসে, বিশ্বাসে
এ দেহের প্রতিটি রক্ত বিন্দুতে।
মনে পড়ে তোমাকে
চলার পথে
প্রতিটি কাইকে কাইকে
এ দেহের প্রতিটি হাড়ের সন্ধিতে।
মনে পড়ে তোমাকে
হৃদয়ের প্রতিটি স্পন্দনে
আবেগে, অনুভবে
চোখের প্রতি ফোটা অশ্রু বিন্দুতে।
মনে পড়ে তোমাকে
আকাশে বাতাসে
মেঘের ঘর্ষণে তৈরি
বিদ্যুৎ চমকানো বিকট শব্দতে।
মনে পড়ে তোমাকে
জলে স্থলে
সাগর থেকে উঠে আসা
প্রতিটি ঘূর্ণি বাতাসে ।
মনে পড়ে তোমাকে
ঘরে বাহিরে
আলো অন্ধকারে
দিবা রাত্রির প্রতিটি গোধূলি লগনে।
মনে পড়ে তোমাকে
রক্তের প্রতিটি কম্পনে
হাসি কান্নাতে
এ দেহের প্রতিটি পরোতে পরোতে।
মনে পড়ে তোমাকে
ভোর রাত্রির পাখির কলকাকলিতে
দূর্বা ঘাসের উপর পরা
প্রতি ফোটা শিশির বিন্দুতে।