বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উক্তি : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (Bankim Chandra Chatterjee ) ছিলেন একজন বিখ্যাত বাঙ্গালী ঔপন্যাসিক । তাকে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৮৩৮ সালের ২৭ জুন ভারতের বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনে এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । আনন্দমঠ, দুর্গেশনন্দিনী, রাজসিংহ ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি ১৮৯৪ সালের ৮ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর বাণী :
(১) “ স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(২) কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(৩) একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(৪) একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন। ”
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(৫) যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(৬) ‘পথিক তুমি পথ হারাইয়াছ’।
-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আরও পড়ুন… শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বাণী
বাণী গুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন