১। ইবাদত একটি ব্যবসার মত।এর দোকান হলো নির্জনতা,পুজি হলো তাকওয়া,লাভ্যাংশ হল জান্নাত।-হযরত আবু বকর (রাঃ)
২। তাওবা বৃদ্ধের জন্য একটা প্রশংসনিয় কাজ,তবে যুবকের তাওবা সর্বাপেক্ষা প্রশংসনীয়।-হযরত আবু বকর (রাঃ)
৩। মন্দ লোকের সাহচর্য থেকে একাকিত্ব এবং একাকিত্বের চেয়ে সত লোকে সাহচর্য উত্তম।-হযরত আবু বকর (রাঃ)
৪। “পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের।” [ইবনে বাত্তাল, ড বিলাল ফিলিপস – সূরা বুরুজ তাফসির]-হযরত আবু বকর (রাঃ)
৫। “মৃত্যুকে খুঁজো (অর্থাৎ, সাহসী হও) তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে।” [লা তাহযান – ড আইয আল কারনি, পৃ ১৫০]-হযরত আবু বকর (রাঃ)
৬। “অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস।”-হযরত আবু বকর (রাঃ)
৭। “সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়।”-হযরত আবু বকর (রাঃ)
৮। যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালবাসো !! -হযরত আবু বকর (রাঃ)
৯। যে তোমাকে কস্ট দেয় তার জন্যও দু’আ করো!-হযরত আবু বকর (রাঃ)
১০। চেয়ে দেখো, সৃষ্টিকর্তা সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত রেখেছেন ।-হযরত আবু বকর (রাঃ)
১১। পাপী ও পূণ্যবান সকলের জন্যই তিনি বৃষ্টি বর্ষিত করছেন -হযরত আবু বকর (রাঃ)