নেপোলিয়ন এর উক্তি, বাণী
১। কল্পনা শক্তি পৃথিবীকে শাসন করে।
-নেপোলিয়ন বোনাপার্ট
২। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
-নেপোলিয়ন বোনাপার্ট
৩। আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই।
-নেপোলিয়ন বোনাপার্ট
৪। বিশ্বে দুট শক্তি রয়েছে – এগুলো হচ্ছে অসি ও মন। কিন্তু পরিনামে এ দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদুস্ত হয়।
-নেপোলিয়ন বোনাপার্ট
৫। যখন তুমি কাউকে ভালোবাসো তখনও তার একই মনে হয়।
— নেপোলিয়ন বোনাপার্ট
৬।আমি ষাটটি যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি এমন কিছু শিখিনি যা আমি শুরুতে জানতাম না।
— নেপোলিয়ন বোনাপার্ট
৭। ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয়৷ সমস্ত কিছুই দূর হয়ে যায়।
— নেপোলিয়ন বোনাপার্ট
৮। তোমাকে না ভালোবাসতে পেরে মারা যাওয়া, তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান, যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব।
— নেপোলিয়ন বোনাপার্ট
নেপোলিয়নের বাণী উক্তি