১। যদি সূর্যের মত আলো ছড়াতে চাও আগে এর মত জ্বলতে হবে
২। মিথ্যা যত বড়, লোকে তা বিশ্বাস করার সম্ভাবনা তত বেশি
৩। আমি চাইলে সব ইহুদীদের হত্যা করতে পারতাম। কিন্তু কিছু ইহুদী বাচিয়ে রেখেছি,,এই জন্যে যে, যাতে পৃথিবীর মানুষ বুঝতে পারে, আমি কেন ইহুদী হত্যায় মেতেছিলাম’।
৪। ভালোবাসা না করে যুদ্ধে যাও,হয় তুমি জয়ী হবে না হলে মরবে। কিন্তু ভালোবাসায় পরাজিত হলে না পারবে তুমি বেঁচে থাকতে না পারবে মরে যেতে।
৫। অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি।
৬। যে যুবক ভবিষ্যৎকে জয় করে, সে হয় একা।
৭। সন্ত্রাস, নাশকতা, হত্যা এবং বিস্ময়ের মধ্য দিয়ে শত্রুর মনোবল ভেঙে দাও, এটাই যুদ্ধের ভবিষ্যৎ।
৮। যে ব্যাক্তি আকাশকে সবুজ দেখে এবং জমিনকে আঁকে নীল রঙে তাকে নপংসুক করে দেয়া কর্তব্য।
৯। যদি কোন মিথ্যাকে তুমি বারবার এবং সাবলীলভাবে বলতে পারো তবেই তা বিশ্বাসযোগ্য হবে।
১০। একজন খ্রিস্টান হিসেবে প্রতারিত হওয়া আমার কর্তব্য নয়, কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা।
১১। জার্মানি হবে পৃথিবীর সর্বশক্তিমান নয়তো কিছুই নয়।
১২। শক্তি প্রতিরোধে নয়, আক্রমণেই প্রকাশিত হয়।
১৩। কে বলেছে আমি ঈশ্বরের দ্বারা সুরক্ষিত নই।
১৪। যারা বাঁচতে চায়, তারা লড়াই করে বাঁচুক। আর যারা লড়তে চায় না, তাদের বাঁচার কোন অধিকার নেই
১৫। মানুষ হয়ত সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা সবসময়ই বিশ্বাস করবে
১৬। যার কোন সমস্যা নেই, তাকে কখনো বিশ্বাস করবে না
১৭। জীবন আয়নার মত। তুমি ভেংচি কাটলে এটাও তোমাকে ভেঙ্গাবে, তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে জীবন আয়নার মত। তুমি ভেংচি কাটলে এটাও তোমাকে ভেঙ্গাবে, তুমি হাসলে এটা তোমাকে অভিবাদন জানাবে
১৮। যে কোন ঝামেলা ছাড়াই জেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে জেতে সে ইতিহাস রচয়িতা
১৯। একজন বড় মিথ্যাবাদী, একজন বড় জাদুকরও।
২০। বিজয়ীকে কেউ কখনো জিজ্ঞাসা করেনা সে সত্য বলছে কিনা