৪১। কেয়ামতের পূর্বে মানুষ যে সব বিপদের সম্মুখীন হবে, তার মধ্যে দাজ্জালের আবির্ভাবসবচেয়ে বড়।
–মুসলিম শরীফ
৪২। আল্লাহর নিকট কল্যাণ ও বরকত লাভের নিমিত্তে প্রার্থনা না করা দুর্ভাগ্যের লক্ষণ।
-আলহাদীস
৪৩। পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পযর্ন্ত হাশরের মাঠে কেউ এক পা-ও সম্মুখে অগ্রসর হতেপারবে না(১) জীবনের দিনগুলো সে কি কাজে ব্যয় করেছে(২) সে তার যৌবন কি কাজে ব্যয়করেছে(৩) সে তার ধন-সমপদ কোন পন্থায় উপার্জন করেছে(৪) সে তার উপার্জিত অর্থ কোনপথে ব্যয় করেছে(৫) অর্জিত এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে।
– বোখারী
৪৪। জ্বর-জ্বালা জাহান্নামের উত্তাপের আঁচস্বরূপ। যে মুসলমান দুনিয়াতে জ্বরের তাপ ভোগকরেছে তাহাকে দোযখের উত্তাপ ভোগ করতে হবে না।
-আল হাদিস
৪৫। কেয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে তার স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হবে। বলা হবে: আমি কিতোমাকে সুস্বাস্থ্য প্রদান করিনি, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করতে দেইনি ?
-তিরমিযী
৪৬। অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাড়ায়।
-হযরত আলী(রাঃ)
৪৭। কৃপন কোনদিন ধন সম্পদের মালিক হতে পারে না বরং ধনসম্পদই কৃপনের মালিক হইয়াবসে ।
-ইয়াহইয়া বারমকি
৪৮। কারো প্রতি ভালবাসায় অন্ধ হওয়া এবং মতবিরোধ হলেই যা-তা সমালোচনা করা নিজেরহাতে ঈমান ধ্বংস করার আলামত।
-হযরত আলী(রাঃ)
৪৯। কোরআন এমন একটি জানালা, যা দ্বারা আমরা পরবর্তী দুনিয়ার দৃশ্য দেখিটে পাই।
-ইবনেহাম্বল
৫০। আমল বিহীন এলেম অনেক সময় উপকারী হতে পারে কিন্তু এলেম বিহীন আমল কখনওউপকারী হয় বলে আমার জানা নেই।
-হযরত ওসমান(রাঃ)
৫১। নিজের বোঝা যত কমই হোক তা অন্যের উপর চাপাতে চেষ্টা করোনা।
-হযরতওসমান(রাঃ)
৫২। ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ো না, তার অন্যান্য আচরণসম্পর্কেও খোঁজ-খবর নিও।
-হযরত আলী(রাঃ)
৫৩। ঈমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না।
-আল হাদীস
৫৪। পরশ্রীকাতর ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না।
-রাবেয়া বসরী
৫৫।সততা এবং ন্যায়পরায়নতা আল্লাহর রাহে কুরবানি করার চাইতেও অনেক বেশী পুন্যেরকাজ।
-হযরত সোলায়মান(আঃ)
৫৬। সবচেয়ে গরীব সেই ব্যক্তি, যে বিদ্যা থেকে বঞ্চিত ।
-হযরত মুয়াবিয়া(রাঃ)
৫৭। জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার সামিল ।
-হযরত ওমর(রাঃ)
৫৮। দুনিয়াকে যে যত বেশী চিনেছে, সে এর দিক থেকে ততবেশী নিস্পৃহ হয়েছে।
-হযরতওসমান(রাঃ)
৫৯। মানুষের হক সম্পর্কে যে ব্যক্তি সচেতন নয়, সে আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে পারেনা।
-হযরত ওসমান(রাঃ)
৬০। মানুষের মধ্যে যতগুলি মারাত্নক দোষের সমাবেশ ঘটে, এর মধ্যে কার্পন্য দোষটিউল্লেখযোগ্য।
-ইমাম গাজ্জালি(রাঃ)