Breaking News
Home / বাণী চিরন্তন / রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর বাণী

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর বাণী

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর বাণী , রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর উক্তি  ঃ রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ  (১৯৫৬ -১৯৯১) একজন বাংলাদেশি প্রখ্যাত কবি। তাকে দ্রোহ এবং প্রেমের কবি বলা হয়। আশির দশকে নিজকণ্ঠে কবিতা পাঠে যে কজন বাঙ্গালী কবি  শ্রোতাদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ (Rudra Mohammad Shahidullah) তার মধ্যে অন্যতম।  তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার মিঠেখালি গ্রামে। একজন গীতিকার হিসেবেও তার পরিচিতি কম ছিল না। ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর রচিত একটি বিখ্যাত গান।  বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ছিলেন তার স্ত্রী।  রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ এর বাণী (Rudra Mohammad Shahidullah Quotes) :

১। রাজনীতিহীন সাহিত্যচর্চা কপটতা ছাড়া আর কী?
২। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
৩। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে।
৪। ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছে
চলে যাক সব পরপারে বেহেস্তে তাদের।
৫। দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
৬। কথা ছিলো, শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম।
৭। যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট।
৮। আর কী অবাক! ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা।
৯। যে রাত ‘পাশাপশি বসিবার বনলতা সেন’
সে রাত আমার নয়, সে রাত অন্য কারো।
১০। স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন –
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।

১১। শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।
১২। ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
১৩। আর কী অবাক!
ইতিহাসে দেখি সব লুটেরা দস্যুর জয়গানে ঠাঁসা,
প্রশস্তি, বহিরাগত তস্করের নামে নানারঙা পতাকা ওড়ায়।
১৪। আমি কবি নই – শব্দ শ্রমিক।
শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়,
হৃদয়ের কালো বেদনায়।
১৫। চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
১৬। আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ
প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয়।
১৭। সহজেই আমি ভালোবেসে ফেলি, সহজে ভুলিনা কিছু।
১৯। সুখ কি এমন রোগে অনাহারে পিষ্ট পচন
সভ্য পশুর হীন শীৎকার, শুধু চিৎকার
শুধু প্রতারনা মিথ্যে মুখোশ, শুধু অপচয়ে আত্মবিনাশ
আর কিছু নয়।
১৯। আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ,
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।
২০। দিচ্ছো ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পাছো না ছাই মানুষ আমি, যন্ত্র না!

আরও পড়ুন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ এর কবিতা 

Check Also

মন নিয়ে বাণী

সততার বাণী

সততার বাণী, সততার উক্তি, সত্যের বাণী ,সত্যের উক্তি ঃ ১। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু ...

DMCA.com Protection Status