হেলাল হাফিজ এর উক্তি , হেলাল হাফিজ এর বাণী : হেলাল হাফিজ ( Helal Hafiz ) বাংলাদেশের একজন জনপ্রিয় আধুনিক কবি। যার কবিতায় ঝড়ে বিরহের আগুনের শীখা। তাই তাকে বিরহের কবিও বলা হয়ে থাকে। হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় । ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’। আর এই বইটি প্রকাশের সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে কবি হেলাল হাফিজ এর নাম। যে নাম আজও জ্বলছে পাঠকের হৃদয়ের ভালোবাসা হয়ে। হেলাল হাফিজ এর উক্তি (Helal Hafiz Quotes):
১। নিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না !
-হেলাল হাফিজ
২। কবির জীবন খেয়ে জীবন ধারণ করে
কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর,
কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন,
যেমন যত্নে রাখে তীর
জেনে-শুনে সব জল ভয়াল নদীর।
-হেলাল হাফিজ
৩। যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়।
-হেলাল হাফিজ
৪। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
-হেলাল হাফিজ
৫। তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই,
আর জীবনের পক্ষে দাঁড়ায়,
ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।
-হেলাল হাফিজ
৬। কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
-হেলাল হাফিজ
৭। জলের আগুনে পুড়ে হয়েছি কমল,
কী দিয়ে মুছবে বলো আগুনের জল।
-হেলাল হাফিজ
০৮। তবু ফেরে, কেউ তো ফেরেই, আর জীবনের পক্ষে দাঁড়ায়, ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।
-হেলাল হাফিজ
০৯। এ কেমন তাবিজ করেছো সোনা, ব্যথাও কমে না, বিষও নামে না।
-হেলাল হাফিজ
১০ হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি নয় তো গিয়েছি হেরে থাক না ধ্রুপদী অস্পষ্টতা কে কাকে গেলাম ছেড়ে।
-হেলাল হাফিজ
১১। আগুন পোড়ালে তবু কিছু রাখে কিছু থাকে,
হোক না তা শ্যামল রঙ ছাই,
মানুষে পোড়ালে আর কিছুই রাখে না কিচ্ছু থাকে না,
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই।
-হেলাল হাফিজ
১২। কবিতা তো অবিকল মানুষের মতো চোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত।
-হেলাল হাফিজ
১৩। নারী কি নদীর মতো নারী কি পুতুল, নারী কি নীড়ের নাম টবে ভুল ফুল।
-হেলাল হাফিজ
১৪। কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট !
-হেলাল হাফিজ
১৫। লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট।
-হেলাল হাফিজ
আরও পড়ুন… হেলাল হাফিজ এর কবিতা