বঙ্গবন্ধুর উক্তি , বঙ্গবন্ধুর বাণী ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (Bangabandhu Sheikh Mujibur Rahman) বাংলাদেশের স্বাধীনতার স্থপতি , বাঙ্গালি জাতির জনক/ পিতা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায়। মৃত্যু ১৫ আগস্ট ১৯৭৫ ঢাকায়। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ দুইটিঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা । বঙ্গবন্ধুর বাণী (Quotes) নিয়ে আমাদের আয়োজন ৩ পর্বের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিখ্যাত উক্তি (পর্ব-১) ঃ
১। বিশ্ব দুই শিবিরে বিভক্ত – শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দাবাতে পারবে না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩। আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দু:খিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি?
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪। যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তত, কেউ তাকে মারতে পারে না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫। এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন; তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭। গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৮। অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোন দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৯। আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালবাসি, সবচেয়ে বড় দূর্বলতা আমি তাদেরকে খুব বেশী ভালবাসি।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১০। আমাদের চাষীরা হল সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১১। যখন তুমি কোন ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে,
যখন তুমি কোন বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১২। প্রধানমন্ত্রী হবার কোন ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখবো।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩। সাম্প্রদায়িকতা যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪। সাত কোটি বাঙ্গালির ভালোবাসার কাঙ্গাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারব না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৫। দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৬। এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়। এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণী আছে তারা চাকরি না পায় বা কাজ না পায়।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৭। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যেই পয়সা করতে হবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮। যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯। বাঙ্গালি জাতীয়তাবাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২০। সমস্ত সরকারী কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিখ্যাত উক্তি (পর্ব-২)