Breaking News
Home / বাণী চিরন্তন / ইসলামিক বাণী / মাওলানা জালাল উদ্দিন রুমির বিখ্যাত উক্তি (পর্ব-১)

মাওলানা জালাল উদ্দিন রুমির বিখ্যাত উক্তি (পর্ব-১)

জালাল উদ্দিন রুমির উক্তি , বাণী ঃ মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (Jalaluddin Rumi) ছিলেন একজন ফার্সি কবি, আইনজ্ঞ, ইসলামি চিন্তাবিদ, ধর্মতাত্ত্বিক ও সুফী সাধক। জালাল উদ্দিন রুমির বাণী  ও কবিতা সারাবিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। জালাল উদ্দিন রুমি  (১২০৭ – ১২৭৩)  একজন ফারসসি কবি হয়েও  তিনি  অনেক স্তবক তুর্কি, আরবি ও গ্রীক ভাষায়ও লিখেছেন। তার রচনা সারাবিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। জালাল উদ্দিন রুমির উক্তি পর্ব-১ঃ

১। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।
২। প্রত্যেককে বানানো হয়েছে নির্দিষ্ট কাজের জন্য এবং প্রত্যেক হৃদয়ে সেই কাজটি করার আকাঙ্ক্ষাও দিয়ে দেওয়া হয়েছে।
৩। আমাদের চারদিকে সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। সাধারণত একে বুঝতে একটি বাগানে হাঁটার প্রয়োজন অনুভব করি আমরা।
৪।যখন নিজের মূল্য নির্ধারণের দিনটি আসবে তখন আপনার পরিচয় ফুটিয়ে তোলাটাই বিজ্ঞানের নির্যাস।
৫। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!
৬। তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।
৭। যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।
৮। প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।
৯। যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে, তখন ধৈর্য্য ধরবে। ধৈর্য্যের চাবি সুখের দরজা খুলে দেয়।
১০। এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে।

১১। প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।
১২। বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।
১৩। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে?
১৪। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।
১৫। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।
১৬। প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।
১৭। শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।
১৮। তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।
১৯। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।
২০। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

আরও পড়ুন… মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমির বিখ্যাত বাণী (পর্ব- ২)

Check Also

মন নিয়ে বাণী

সততার বাণী

সততার বাণী, সততার উক্তি, সত্যের বাণী ,সত্যের উক্তি ঃ ১। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু ...

DMCA.com Protection Status