নেতাজীর উক্তি, নেতাজীর বাণী : নেতাজী সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিখ্যাত কিংবদন্তি নেতা। সুভাষচন্দ্র বসু কে নেতাজী নামে ডাকা হয়।তিনি ছিলেন কংগ্রেস দলের বামপন্থী নেতা, বাম পন্থী দলের সংগঠন ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা এবাং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক। নেতাজী সুভাষ চন্দ্র বসুর উক্তি বা বাণী’র মূল বিষয়বস্তু ছিল অন্যায়ের বিরুদ্ধে দৃঢ পত্রিবাদ।
১। মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে।
২। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জেতা যায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।
৩। ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!….যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব।
৪। কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।
৫। জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
৬। আমরা যখন দাঁড়াব, আজাদহিন্দ ফৌজকে গ্র্যানাইটের দেওয়াল হয়ে দাঁড়াতে হবে। আমরা যখন মার্চ করব তখন আজাদহিন্দ ফৌজকে স্টিমরোলার হতে হবে।
৭। জীবনকে এমন একটি ভাব ধারার মধ্য়ে তুলে ধরতে হবে, যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে ।
৮। সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না, বা থাকা উচিত নয়।
৯। আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল, দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উৎপাদন। যে সমস্যাগুলির সমাধান হবে, কেবলমাত্র সামাজিকভাবনা চিন্তার দ্বারা।
১০। বাস্তব বোঝা কঠিন। তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে
১১। নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না ।
১২। মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত ।
১৩। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালীর এমন সরল প্রাণ।
১৪। জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ।
১৫। প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়।
১৬। যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে , তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।
আরও পড়ুন… মহাত্মা গান্ধীর অমর বাণী