বিয়ে নিয়ে বাণী /উক্তি: বিয়ে হলো পারিবারিক বন্ধন। যার মাধ্যমে একজন নারী বা পুরুষ অন্য একজন নারী বা পুরুষের সাথে সংসার বাঁধে। ইসলামিক দৃষ্টি বিয়ে ছাড়া সংসার করা সম্পুর্ন হারাম। এমনকি বিবাহ ছাড়া নারী পুরুষের মেলামেশাও নিষিদ্ধ। তবে বিভিন্ন ধর্মে বিয়ের রীতি নীতি ভিন্ন। বিয়ে নিয়ে বাণী বা উক্তি সম্পর্কিত সংগ্রহগুলো ২ পর্বে লেখা হলো।
১। বিয়ে, একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান, যেখানে দুজন বিপরীত (সাধারণত) লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা এবং পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করার শপথ নেয় তত দিনের জন্য, যত দিন না মৃত্যু এসে তাদের আলাদা করে।
-সংগৃহীত
২। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।
-শুপেনহাওয়ার
৩। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর ।।
-পোলিশ প্রবাদ
৪। বিয়ে হচ্ছে নিজের অধিকার আরেকজনের উপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল।
-রেদোয়ান মাসুদ
৫। A man is incomplete until he is married. After that, he is finished.
– Zsa Zsa Gabor
৬। পুরুষ মানুষ দুই প্রকার। জীবিত ও বিবাহিত।
-সংগৃহীত
৭। সব বিয়েই সুখের। পরবতী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয়।
-সংগৃহীত
৮। বিয়ের আগে ছেলেরা হাসে, মেয়েরা কাঁদে। আর বিয়ের পর? মেয়েরা হাসে, ছেলেরা কাঁদে।
-সংগৃহীত
৯। বিবাহিত পুরুষ অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচে, কিন্তু মৃত্যু কামনাও করে বেশি বেশি।
-সংগৃহীত
১০। মেয়েরা কেমন পুরুষ চায়? সুদর্শন, বিত্তবান এবং নিবোধ।
-সংগৃহীত
১১। বিয়ে মানে আপনার কর্তৃত্ব এমন একজন স্ত্রীলোকের হাতে তুলে দেয়া, যেকোনো কিছু না বুঝেও জগতের সব কিছু বোঝেন বা জানেন সারাণ এমন ভাব ধরে থাকেন।
-সংগৃহীত
১২। স্বামী আর স্ত্রী হল একটি মুদ্রার এপিঠ- ওপিঠ, একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না।
-সংগৃহীত
১৩। বিয়ে মানে জেনেশুনে আজীবন মেয়াদের কারাবাস, যেখানে স্বামী হচ্ছেন কয়েদি আর স্ত্রী থাকেন জেলারের ভূমিকায়।
-সংগৃহীত
১৪। Three rings of marriage are the engagement ring, the wedding ring, and the
Suffering.
-সংগৃহীত
১৫। মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে, কিন্তু তা হয় না। আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একইরকম থাকবে, কিন্তু তারা বদলে যায়।
-সংগৃহীত
১৬। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা।
১৭। বিষয়টি মজার যে একটি ছেলের জীবনে যখন কোন ধরণের দুশ্চিন্তা থাকেনা, সে বিয়ে করে। এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মত।
-সংগৃহীত
১৮। যার সাথে জীবন কাটাতে চাও তাকে নয় বরং যাকে ছাড়া জীবন কাটাতে পারবে না বলে মনে হয়, তাকেই বিয়ে করো। কিন্তু যেটাই করো না কেন, সত্যি কথা হলো পরবর্তী সময়ে পস্তাতে তোমাকে হবেই।
-সংগৃহীত
১৯। বিয়ের আগে পযন্ত আমি জানতাম না সত্যিকারের সুখ কাকে বলে। যখন জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে।
-সংগৃহীত
২০। একজন বিবাহিত পুরুষ যতবারই তার চাকরি পরিবর্তন করুক না কেন, চিরকাল স্ত্রী নামক সেই একই বসের অধীনেই থাকতে হয়।
-সংগৃহীত
আরও পড়ুন… বিয়ে নিয়ে মজার বাণী (পর্ব-২)