Breaking News
Home / বাণী চিরন্তন / প্রবাদ প্রবচন (পর্ব-৪)

প্রবাদ প্রবচন (পর্ব-৪)

প্রবাদ বাক্য, Probad bakko :
১৫১। ঘরে পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়
১৫২। ঘষতে ঘষতে পাথরও ক্ষয় হয়।
১৫৩। চকচক করলেই সোনা হয় না।
১৫৪। চাচা আপন প্রাণ বাঁচা।
১৫৫। চেনা বামুনের পৈতার দরকার হয় না।
১৫৬। চোখের আড়াল হলেই মনের আড়াল হয়।
১৬৭। চোর পালালে বুদ্ধি বাড়ে।
১৬৮। চোরা না শোনে ধর্মের কাহিনী।
১৬৯। চোরে চোরে মাসতুত ভাই।
১৭০। চোরে চোরে মাসতুতো ভাই।

১৭১। জোর যার মুলুক তার।
১৭২। জ্ঞানই শক্তি।
১৭৩। জলে কুমির ডাঙায় বাঘ।
১৭৪। টাকায় টাকা আনে।
১৭৫। টাকায় টাকা আনে।

১৭৬। যার কোন গুণ নাই তার কপালে আগুন
১৭৭। যেমন কর্ম তেমন ফল।
১৭৮। যত গর্জে তত বর্ষে না।
১৭৯। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
১৮০। ঠাকুর ঘরে কেরে, অামি কলা খাই না।
১৮১। ডোল ভরা আশা আর কুলো ভরা ছাই।
১৮২। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়।
১৮৩। দুধ কলা দিয়ে কালসাপ পোষা।
১৮৪। দশের লার্ঠি একের বোঝা।
১৮৫। নাই মামার চেয়ে কানা মামা ভাল।
১৮৬। নাচতে না জানলে উঠান বাঁকা।
১৮৭। নানা মুনির না পথ।
১৮৮। নিজের পায়ে কুড়াল মারা ।
১৮৯। প্রয়োজনই আবিষ্কারের প্রসূতি।
১৯০। বাপ কা বেট।
১৯১। বিপদ কখনও একা আসে না।
১৯২। বিপদ কখনো একা আসে না।
১৯৩। ভাই ভাই ঠাঁই ঠাঁই
১৯৪। ভাবিয়া করিও কাজ
১৯৫। ভিক্ষার চাল কাঁড়া আকাঁড়া।
১৯৬। মানুষ মাত্রই ভুল করে।
১৯৭। মন্ত্রের সাধন কিংব শরীর পতন।
১৯৮। মরা হাতি লাখ টাকা।
১৯৯। মশা মারতে কামান দাগা।
২০০। সে হাড়ে হাড়ে দুষ্ট
২০১। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

প্রবাদ প্রবচন (পর্ব-১)

প্রবাদ প্রবচন (পর্ব-৩)

প্রবাদ প্রবচন (পর্ব-৪)

Check Also

মন নিয়ে বাণী

সততার বাণী

সততার বাণী, সততার উক্তি, সত্যের বাণী ,সত্যের উক্তি ঃ ১। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু ...

DMCA.com Protection Status