Skip to content

বাংলা কবিতা

Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.

Menu
  • Home
  • বিখ্যাত বাঙ্গালী কবি
  • কবিতার বিষয়
  • বাঙালি তরুণ কবি
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • PDF Download
  • বাংলা পত্রিকা
  • ৫০+ ছড়া, ছোটদের ছড়া কবিতা, চিরায়িত বাংলা ছড়া
  • Bangla Romantic Love SMS
Menu

আগমনী __কাজী নজরুল ইসলাম

Posted on June 6, 2017 by বাংলা কবিতা

একি রণ-বাজা বাজে ঘন ঘন–

ঝন রনরন রন ঝনঝন!

সেকি দমকি দমকি

ধমকি ধমকি

দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি

ওঠে চোটে চোটে,

ছোটে লোটে ফোটে

বহ্নি-ফিনিকি চমকি চমকি

ঢাল-তলোয়ারে খনখন!

একি রণ-বাজা বাজে ঘন ঘন

রণ ঝনঝন ঝন রণরণ!

হৈ হৈ রব

ঐ ভৈরব

হাঁকে, লাখে লাখে

ঝাঁকে ঝাঁকে ঝাঁকে

লাল গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে

ওই পালে পালে,

ধরা কাঁপে দাপে।

জাঁকে মহাকাল কাঁপে থরথর!

রণে কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত,

শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর!

‘গুরু গরগর’ বোলে ভেরী তূরী,

‘হর হর হর’

করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!

ওঠে ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি

হু-হু-হু-হু-হু-হু-শনশন!

ছোটে সুরাসুর-সেনা হনহন!

তাতা থৈথৈ তাতা থৈথৈ খল খল খল

নাচে রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে,

ধকধক জ্বলে জ্বলজ্বল

বুকে মুখে চোখে রোষ-হুতাশন!

রোস্ কোথা শোন্!

ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,

ব্যোম মরুৎ স-অম্বর দোলে,

মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে

ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া

নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে

সৃষ্টি সে টলে টলমল!

ওকি বিজয়-ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল!

ওঠে কোলাহল,

কূট হলাহল

ছোটে মন্থনে পুন রক্ত-উদধি,

ফেনা-বিষ ক্ষরে গলগল!

টলে নির্বিকার সে বিধাত্রীরো গো

সিংহ-আসন টলমল!

কার আকাশ-জোড়া ও আনত-নয়ানে

করুণা-অশ্রু ছলছল!

বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁজর ঝম্‌ঝম,

নাচে ধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্‌বম্!

লাল লালে-লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের,

ওঠে ওঙ্কার রণ-ডঙ্কার,

নাদে ওম্ ওম্ মহাশঙ্খ বিষাণ রুদ্রের!

ছোটে রক্ত-ফোয়ারা বহ্নির বান রে!

কোটি বীর-প্রাণ

ক্ষণে নির্বাণ

তবু শত সূর্যের জ্বালাময় রোষ

গমকে শিরায় গম্‌গম্!

ভয়ে রক্ত-পাগল প্রেত পিশাচেরও

শিরদাঁড়া করে চন্‌চন্!

যত ডাকিনী যোগিনী বিস্ময়াহতা,

নিশীথিনী ভয়ে থম্‌থম্!

বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্‌ঝম্!

ঐ অসুর-পশুর মিথ্যা দৈত্য-সেনা যত

হত আহত করে রে দেবতা সত্য!

স্বর্গ, মর্ত, পাতাল, মাতাল রক্ত-সুরায়;

ত্রস্ত বিধাতা,

মস্ত পাগল পিনাক-পাণি স-ত্রিশূল প্রলয়-হস্ত ঘুরায়!

ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়!

চিতার উপরে চিতা সারি সারি,

চারিপাশে তারি

ডাকে কুক্কুর গৃহিনী শৃগাল!

প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!

প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!!

আজ রণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্ মহারণ,

দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ!

পদতলে লুটে মহিষাসুর,

মহামাতা ঐ সিংস-বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে–

শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর!

‌‌’নাই দানব

নাই অসুর,–

চাইনে সুর,

চাই মানব!’–

বরাভয়-বাণী ঐ রে কার

শুনি, নহে হৈ রৈ এবার!

ওঠ্ রে ওঠ্,

ছোট্ রে ছোট্!

শান্ত মন,

ক্ষান্ত রণ!–

খোল্ তোরণ,

চল্ বরণ

করব্ মা’য়;

ডর্‌ব কায়?

ধরব পা’য় কার্ সে আর,

বিশ্ব-মা’ই পার্শ্বে যার?

আজ আকাশ-ডোবানো নেহারি তাঁহারি চাওয়া,

ঐ শেফালিকা-তলে কে বালিকা চলে?

কেশের গন্ধ আনিছে আশিন-হাওয়া!

এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ,

সরসিজ-নিভ শুভ্র বালিকা

এল বীণা-পাণি অমলা ঐ!

এসেছে গনেশ,

এসেছে মহেশ,

বাস্‌রে বাস্!

জোর উছাস্!!

এল সুন্দর সুর-সেনাপতি,

সব মুখ এ যে চেনা-চেনা অতি!

বাস্ রে বাস্‌ জোর উছাস্!!

হিমালয়! জাগো! ওঠো আজি,

তব সীমা লয় হোক।

ভুলে যাও শোক– চোখে জল ব’ক

শান্তির– আজি শান্তি-নিলয় এ আলয় হোক!

ঘরে ঘরে আজি দীপ জ্বলুক!

মা’র আবাহন-গীত্ চলুক!

দীপ জ্বলুক!

গীত চলুক!!

আজ কাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম্!

স্বা-গতম্!

স্বা-গতম্!!

মা-তরম্!

মা-তরম্!!

ঐ ঐ ঐ বিশ্ব কণ্ঠে

বন্দনা- বাণী লুণ্ঠে-‘বন্দে মাতরম্!!!

  • গল্প (প্রেম ভালোবাসার ছোট গল্প)
  • পিডিএফ বই ডাউনলোড
  • অনুবাদ কবিতা
  • আবৃত্তি
  • অতুলপ্রসাদ সেন
  • অন্নদাশঙ্কর রায়
  • অমিয় চক্রবর্তী
  • অরুণ মিত্র
  • আ. ন. ম. বজলুর রশীদ
  • আনিসুল হক
  • আবদুল গাফফার চৌধুরী
  • আবদুল হাকিম
  • আবু জাফর ওবায়দুল্লাহ
  • আবুল হাসান
  • আবুল হোসেন
  • আরণ্যক বসু
  • আল মাহমুদ
  • আলাউদ্দিন আল আজাদ
  • আলাওল
  • আসাদ চৌধুরী
  • আহসান হাবীব
  • ইসমাইল হোসেন সিরাজী
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • কাজী কাদের নেওয়াজ
  • কাজী নজরুল ইসলাম
  • কামিনী রায়
  • কায়কোবাদ
  • কালীপ্রসন্ন ঘোষ
  • কুসুম কুমারী দাশ
  • খান মুহম্মদ মঈনুদ্দিন
  • গগন হরকরা
  • গোবিন্দচন্দ্র দাস
  • অনুপ্রেরণামূলক কবিতা
  • ইসলামিক কবিতা
  • উপদেশমূলক কবিতা
  • একুশের কবিতা
  • কষ্টের কবিতা
  • ছোটদের ছড়া কবিতা
  • জন্মদিনের কবিতা
  • দুঃখের কবিতা
  • দেশের কবিতা
  • নারীকে নিয়ে কবিতা
  • নীতি কবিতা
  • পহেলা ফাল্গুনের কবিতা
  • প্রকৃতির কবিতা
  • প্রেমের কবিতা
  • বসন্তের কবিতা
  • বিদ্রোহী কবিতা
  • বিরহের কবিতা
  • বৃষ্টির কবিতা
  • গোলাম মোস্তফা
  • চণ্ডীদাস
  • চন্দ্রাবতী
  • জয় গোস্বামী
  • জসীম উদ্‌দীন
  • জীবনানন্দ দাশ
  • তসলিমা নাসরিন
  • তারাপদ রায়
  • দেবব্রত সিংহ
  • নবকৃষ্ণ ভট্টাচার্য
  • নবারুণ ভট্টাচার্য
  • নির্মলেন্দু গুণ
  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
  • পূর্ণেন্দু পত্রী
  • প্রেমেন্দ্র মিত্র
  • ফররুখ আহমদ
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বন্দে আলী মিঞা
  • বিনয় মজুমদার
  • বিষ্ণু দে
  • বুদ্ধদেব বসু
  • ছোট গল্প
  • নাজিম হিকমত
  • পাবলো নেরুদা
  • বৈশাখের কবিতা
  • ভালোবাসার কবিতা
  • মাকে নিয়ে কবিতা
  • মুক্তিযুদ্ধের কবিতা
  • মে দিবসের কবিতা
  • যুদ্ধের কবিতা
  • রম্য কবিতা
  • রাজনৈতিক কবিতা
  • রূপক কবিতা
  • রোমান্টিক কবিতা
  • শীতের কবিতা
  • শুভ নববর্ষের কবিতা
  • ভবানীপ্রসাদ মজুমদার
  • ভাস্কর চক্রবর্তী
  • মদনমোহন তর্কালঙ্কার
  • মল্লিকা সেনগুপ্ত
  • মহাদেব সাহা
  • মাইকেল মধুসূদন দত্ত
  • মাহবুবুল আলম চৌধুরী
  • মুকুন্দরাম চক্রবর্তী , কবিকঙ্কণ
  • মুহম্মদ জাফর ইকবাল
  • যতীন্দ্রমোহন বাগচী
  • যোগীন্দ্রনাথ সরকার
  • রজনীকান্ত সেন
  • রফিক আজাদ
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজিয়া খাতুন চৌধুরাণী
  • রামনিধি গুপ্ত (নিধু বাবু)
  • রুদ্র গোস্বামী
  • রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  • রোকনুজ্জামান খান
  • লালন ফকির
  • শক্তি চট্টোপাধ্যায়
  • শঙ্খ ঘোষ
  • শহীদ কাদরী
  • শামসুর রাহমান
  • শাহ মুহম্মদ সগীর
  • শিবরাম চক্রবর্তী
  • শুভ দাশগুপ্ত
  • শেখ ফজলল করীম
  • শ্রীজাত
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • সলিল চৌধুরী
  • ভালোবাসার গল্প
  • মোশতাক আহমেদ
  • রেদোয়ান মাসুদ
  • শেখ সাদী
  • সিকান্দার আবু জাফর
  • সুকান্ত ভট্টাচার্য
  • সুকুমার বড়ুয়া
  • সুকুমার রায়
  • সুনির্মল বসু
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সুফিয়া কামাল
  • সুবোধ সরকার
  • সুভাষ মুখোপাধ্যায়
  • সৈয়দ শামসুল হক
  • হাসন রাজা
  • হুমায়ুন আজাদ
  • হুমায়ুন কবির
  • হুমায়ূন আহমেদ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • হেলাল হাফিজ
  • স্বাধীনতার কবিতা
©2025 বাংলা কবিতা | Design: Newspaperly WordPress Theme