Breaking News

কথোপকথন -৯ – পুর্ণেন্দু পত্রী

আজ তোমাকে অনেক নামে ডাকতে ইচ্ছে করছে

ডাকবো?

আজকে তুমি প্রথম শ্রাবণ সঙ্গে চাপার গন্ধ

মাখবে?

গভীরতর গানের ভিতর খেয়া দেয়া নৌকা

চলছে।

একটু আগে হাসলে যেন আকাশ সোনার আঙটি

গলছে।

এখন তোমায় ‘কুরুস কাঠি’ এই নামেতে ডাকবো

শুনছো?

ছিলাম সুতো, তাকে হাজার চৌকো গোল নকশায়

বুনছো।

Check Also

কথোপকথন – ৩৬ – পূর্ণেন্দু পত্রী

তুমিই আমার ধ্বংস হবে তা জানলে এমন করে কি ভাসাতাম ডিঙি নৌকো? ভাসাতাম? তুমি চলে ...

DMCA.com Protection Status