Breaking News

কথোপকথন -১৬ -পূর্ণেন্দু পত্রী

ওগো সুন্দরী !মনে আছে কাল তেসরা জুন ?
সেকি! ভুলে গেছো?তুমি তো দেখছি সাংঘাতিক!
ভুলে গেলে তিথি প্রথম বিবাহ বার্ষিকীর?
আজ্ঞে না এটা ঠাট্টা নয় বা ইয়ার্কি ।
ফিচেল হাওয়ারা যে ভাবে সজনে গাছের চুল
চুলের বিনুনি ঘেঁটে দিয়ে করে মশকরা
তুমি কি ভাবছো এটাও তেমনি খেলাচ্ছল?
তুমি যা বলছো স্বীকার করছি।ইয়েস স্যার ।
বিয়ে আমাদের হয়নি এবং হবেও না।
তাতে কী হয়েছে?মনে মনে তুমি পার্বতী
তেসরা জুনের বিকেল থেকেই। সেটাতো ঠিক?
তেসরা জুনেই প্রথম উঠল ঘুর্ণিঝড়
তেসরা জুনেই প্রথম প্রবল বৃষ্টিপাত
আকাশে আতর ছুঁড়ল প্রথম কদম ফুল।
একটি রুমালে তোমার হাত ও আমার হাত।
আমার নিকটাবর্তী হলাম তেসরা জুন
তোমার রথের চাকায় ভাঙল হাড়-পাঁজর
দেয়াল-দালান-দরজা-বিছানা-পত্তরে
তোমার হাসির বিদ্যুৎরেখা দিল আগুন
আমরা পরস্পরের হলাম তেসরা জুন।
তেসরা জুনেই আমার আকাশে তোমার চাঁদ
তোমার হাওয়ায় আমি উড়ো চুল তেসরা জুন।

Check Also

কথোপকথন – ৩৬ – পূর্ণেন্দু পত্রী

তুমিই আমার ধ্বংস হবে তা জানলে এমন করে কি ভাসাতাম ডিঙি নৌকো? ভাসাতাম? তুমি চলে ...

DMCA.com Protection Status