Breaking News

কথোপকথন -১৭ -পূর্ণেন্দু পত্রী

-নন্দিনী,তুমি একটুখানি তো জল
অথচ ভাসাও স্রোতের কলস্বরে ।
-তুমিও তো মিহি বাতাস,শুভঙ্কর
অথচ কী করে কাঁপাও সুখের ঝড়ে ?

Check Also

কথোপকথন – ৩৬ – পূর্ণেন্দু পত্রী

তুমিই আমার ধ্বংস হবে তা জানলে এমন করে কি ভাসাতাম ডিঙি নৌকো? ভাসাতাম? তুমি চলে ...

DMCA.com Protection Status