Breaking News

সাধন পথে – কুসুমকুমারী দাশ

এক বিন্দু অমৃতের লাগি
কি আকুল পিপাসিত হিয়া,
এক বিন্দু শান্তির লাগিয়া
কর্মক্লান্ত দুটি বাহু দিয়া—
কাজ শুধু করে যায়
অন্তরেতে দুরন্ত সাধনা,
তুমি তার দীর্ঘ পথে
হবে সাথী একান্ত ভাবনা |
সে জানে এ আরাধনা
কবে তার হইবে সফল ;
তব বাণী যেই দিন তারি
ভাষা হয়ে ঘুচাবে সকল
অন্তরের অহঙ্কার,
স্তুতি, নিন্দা, ভয়
সেদিন লভিবে শান্তি,
সংগ্রামে বিজয় |
তোমার স্বরূপে তার রূপ হবে লীন!
সেই তার সাধনার পরম সুদিন |

Check Also

উদ্বোধন – কুসুমকুমারী দাশ

বঙ্গের ছেলে-মেয়ে জাগো, জাগো, জাগো, পরের করুণা কেন শুধু মাগো— আপনারে বলে নির্ভর রাখো হবে ...

DMCA.com Protection Status