এমনও মুহূর্ত আসে
মনে হয়
হাজার বছর ধরে বাঁচার যে সুখ
এ মুহূর্তে তাই পেয়ে গেছি –
সে হিসেবে আমার বয়স
কয়েক সহস্র কোটি অর্বুদেরও
প্রায় কাছাকাছি।
অন্যথায় এমনও বলতে পারো
যে ক’টি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে…
সে ক’টি মুহূর্ত শুধু
আমি বেঁচে আছি
Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.
এমনও মুহূর্ত আসে
মনে হয়
হাজার বছর ধরে বাঁচার যে সুখ
এ মুহূর্তে তাই পেয়ে গেছি –
সে হিসেবে আমার বয়স
কয়েক সহস্র কোটি অর্বুদেরও
প্রায় কাছাকাছি।
অন্যথায় এমনও বলতে পারো
যে ক’টি মুহূর্ত তুমি কাছাকাছি ছিলে…
সে ক’টি মুহূর্ত শুধু
আমি বেঁচে আছি