এমন কোনও অনুভূতি আসে যদি কখনো
যে আমার বৌ-এর মতো
নাম যার সবিতা।
অনুভব করা যাকে যায় না কখনো
অথচ সে সর্বক্ষণ ছেয়ে থাকে বুকে
শত সুখে দুখে
নাম তার কবিতা।
Bangla kobita, Bengali Poetry, বাংলা কবিতা, kobita, কবিতা, Bengali poems.
এমন কোনও অনুভূতি আসে যদি কখনো
যে আমার বৌ-এর মতো
নাম যার সবিতা।
অনুভব করা যাকে যায় না কখনো
অথচ সে সর্বক্ষণ ছেয়ে থাকে বুকে
শত সুখে দুখে
নাম তার কবিতা।