পঁচিশ বছর আগেকার
মুখ যেন জাপানী অক্ষর
বাজুবন্ধ মৃদু বেজে ওঠে
গান গান গান শুধু গান
ছোট এক ঘরে শুয়ে আজ
মনে পড়ে প্রেমিক ছিলাম
Check Also
জীবন-সংক্রান্ত – ভাস্কর চক্রবর্তী
কোথাও সানাই বেজে চলেছে এখন মানুষেরা বাড়ি ফিরছে সুখ-শান্তি চেয়ে। আমি শুধু ঘুরি আর ঘুরে ...