শুধু ফোটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ে
রক্ত। এক মুহূর্তের রক্ত
অন্য মুহূর্তের গায়ে ঝরে পড়ে।
…চশমা পরিষ্কার করে আমি ইতিহাস পড়ি।
ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরে পড়ে
বিছানার ওপর
রক্ত ঝরে পড়ে সমস্ত জীবন বেয়ে
Check Also
জীবন-সংক্রান্ত – ভাস্কর চক্রবর্তী
কোথাও সানাই বেজে চলেছে এখন মানুষেরা বাড়ি ফিরছে সুখ-শান্তি চেয়ে। আমি শুধু ঘুরি আর ঘুরে ...