আর্দ্র মহীতলে হেথা চির নিদ্রাগত
ব্যথাতুর দীন কবি, অফুরন্ত সাধ
ভুলে যাও একটি তার জনমের মতো
হয়তো সে করিয়াছে শত অপরাধ
পান্থপদ রেণুপুত এ শেষ ভবন
হতে পারে তার ভাগ্যে সুখের নন্দন।
Check Also
গাঁয়ের ডাক – শেখ ফজলুল করিম
ধানের ক্ষেতে বাতাস নেচে যায় দামাল ছেলের মতো ডাক দে বলে, আয়রে তোরা আয় ডাকব ...