প্রতিবেশীগণ প্রবীর খৃস্টে কহিল মিনতি করি,
তোমার লাগিয়া দিতে চাই প্রভু, সাধন-সৌধ গড়ি।
খৃস্ট কহেন, গড়ে দাও তবে স্রোতের উপরে ঘর
লোকে বলে, উহা হয় কি কখনো? অসম্ভব ঘোরতর।
মিষ্ট মধুর হাসিয়া প্রেমিক কহিল, বন্ধুগণ
সংসার সুখ-বাসনা পুষিয়া অন্তরে কোন জন
ভজনা করিলে, সে ভজন হয় ব্যর্থ, বিফল তার;
তরুতল মোর সবচেয়ে ভালো, নাহি চাই ঘরদ্বার।