Breaking News
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / লালন ফকির / সব সৃষ্টি করলো যে জন – লালন শাহ

সব সৃষ্টি করলো যে জন – লালন শাহ

সব সৃষ্টি করলো যে জন তারে সৃষ্টি কে করেছে
সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তা নাম ধরেছে
সৃষ্টিকর্তা বলছো যারে লা শরিক হয় কেমন করে
ভেবে দেখো পুর্বাপরে সৃষ্টি করলেই শরিক আছে।।
চন্দ্র সূর্য যে গঠেছে তার খবর কে করেছে
নীরেতে নিরঞ্জন আছে নীরের জন্ম কে দিয়েছে।।
স্বরূপ শক্তি হয় যে জনা কে জানে তার ঠিক ঠিকানা
জাহের বাতেন যে জানেনা তার মনেতে প্যাঁচ পড়েছে
আপনার শক্তির জোরে নিজশক্তির রূপ প্রকাশ করে
সিরাজ সাঁই কয় লালন তোরে নিতান্তই ভূতে পেয়েছে।।

Check Also

এসব দেখি কানার হাট বাজার – লালন শাহ

এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্র কানা আর এক কানা মন আমার।। ...

DMCA.com Protection Status