আমি যত দূরেই যাই
আমার সংগে যায়
ঢেউয়ের মালা-গাঁথা
এক নদীর নাম_
আমি যত দূরেই যাই।
আমার চোখের পাতায় লেগে থাকে
নিকোনো উঠোনে
সারি সারি
লক্ষ্মীর পা
আমি যত দূরেই যাই।
আমি যত দূরেই যাই
আমার সংগে যায়
ঢেউয়ের মালা-গাঁথা
এক নদীর নাম_
আমি যত দূরেই যাই।
আমার চোখের পাতায় লেগে থাকে
নিকোনো উঠোনে
সারি সারি
লক্ষ্মীর পা
আমি যত দূরেই যাই।
১. এখন একটু চোখে চোখে রাখো- দিনগুলো ভারি দামালো; দেখো, যেন আমাদরে অসাবধানে এই দামালো ...