Breaking News
Home / বাংলা কবিতা (কবিতার বিষয় অনুযায়ী) / প্রেমের কবিতা / আমি খুব অল্প কিছু চাই – হুমায়ুন আহমেদ

আমি খুব অল্প কিছু চাই – হুমায়ুন আহমেদ

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”

Check Also

ভালোবাসি কবিতা

ভালোবাসি – রেদোয়ান মাসুদ

শুধু একটি বার বলো ভালোবাসি তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা ...

DMCA.com Protection Status