Breaking News

এর পরেও – শ্রীজাত

এর পরেও চুপ করে থাকা
এর পরেও সংযমী সময়
এর পরেও পতপত পতাকা
এর পরেও দৃঢ় কনভয়

এর পরেও সন্দেহ অতীত
এর পরেও চকচকে স্যালুট
এর পরেও লক্ষ্য শুধু জিত
এর পরেও বাহিনী মজুত

এর পরেও শব্দশালীনতা
এর পরেও স্তুতি আর স্তব
এর পরেও টক শো আর কথা
এর পরেও কবিতা উৎসব

এর পরেও বিশ্বাস, প্রণতি
এর পরেও ঘুম আসবে চোখে
এর পরেও বাকি আছে ক্ষতি
এর পরেও ভোট দেবে লোকে ।

Check Also

সে আর আমি – শ্রীজাত

তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব সন্ধেবেলা ...

DMCA.com Protection Status