Breaking News

চন্দ্রকোষ – শ্রীজাত

তীক্ষ্ণফলায় গেঁথেছি চাঁদ
খেলা শুরু হলে তোমাকে বাদ
(তোমাকে বাদ তোমাকে বাদ)

গলিয়ে ফেলেছি পুরনো ঘুম
পথ হারানোর কী মরশুম
(কী মরশুম, কী মরশুম)

হারিয়েছি পথ তোর পাড়ায়
ইতিউতি কারা গলা বাড়ায়
(সাহস তো খুব! গলা বাড়ায়!)

গলা কেটে নাও। কাটা গলায়
ঝরে পরে সুর। আর ফলায়
চাঁদ ফেটে নামে চন্দ্রকোষ
(তোমার দোষ! তোমার দোষ!)

দোষ কেটে যায়, আহা, নিখাদ
খেলা শুরু হয়
খেলা শেষ হয়
আমি দিতে থাকি তোমাকে বাদ
তোমাকে বাদ
তোমাকে বাদ

Check Also

সে আর আমি – শ্রীজাত

তার যেরকম তছনছিয়া স্বভাব ঝড়ের পিঠে সওয়ার হয়ে আসে, আমিও তেমন অজ পাড়াগাঁর নবাব সন্ধেবেলা ...

DMCA.com Protection Status