ইচ্ছে হলে চলেই যাবি জানি
তবু মিথ্যে নাহয় হাত বাড়িয়ে দিস
তোর কাছে যে ইচ্ছে গুলো রাখা
আর একটিবার ছুঁয়ে দেখতে দিস
একটু না হয় ভিজতে দিলি তুই
অবাধ্য সেই নোনতা জলের ছাঁটে
ভালবাসা যেমনি করে রোজ
প্রেমিক ছেলের আঙুল ছুঁয়ে হাঁটে
হারিয়ে যাবো এমন বোকা নই
তুই বলবি, এটাই আমার দোষ
অন্য হাতের টান পড়লে সুতোয়
তুইও জানি মন্দ প্রেমিক নোস।