জন্মদিনের কবিতাঃ
.
দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে,
সবাই থাকে সুদিনের আশায়,
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়!
**শুভ জন্মদিন**
.
এসেছে জন্মদিন এক বছর পরে,
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।
.
নতুন সূর্য, নতুন ক্ষণ
শুভ হোক তোমার জন্মদিন দিন,
পাঠালাম শুভেচ্ছা এবারে
রেখে দিয়ো তবে অন্তরে।
**শুভ জন্মদিন**
.
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
.
তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন আজ দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই এস এম এস!
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার..!
.
আরও একটি বছর এসে গেলো,
বেড়ে যাবে আরও একটি বাতি,
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথি।
**শুভ জন্মদিন**
.
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার..!
.
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা,
আজ তোমার জন্মদিন
তাই সব এতো ভালো লাগা,
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়যে প্রলাম।
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।
**শুভ জন্মদিন**
.
আনন্দ উল্লাসে কাটে যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমায়, শুভ জন্মদিন!
.
দূর চিঠিতে সুবাস পাঠাই
সুখে থেকো তুমি এটাই আমি চাই।
তোমার এই জন্মদিনের
বাজুক তবে বাঁশী বীণের।
**শুভ জন্মদিন**
.
বারবার আসুক এমন দিন
তোমার জীবন হোক রঙিন
তোমার এই জন্মদিনে
যতই থাকি না দূরে
বার বার পড়ছে মনে।
**শুভ জন্মদিন**
.
কারও প্রিয়দিন সানডে
কারও প্রিয়দিন মানডে,
আমার শুধু প্রিয় একটা দিন,
তোমার বার্থডে!
**শুভ জন্মদিন**
.
চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা গাইছে গান, ফিরেছে মুগ্ধতা
প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে রঙিন,
আজ আমার প্রিয় মানুষের জন্মদিন।
**শুভ জন্মদিন**