Breaking News
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / রবীন্দ্রনাথ ঠাকুর / আমার মিলন লাগি তুমি __রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি __রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি
আসছ কবে থেকে।
তোমার চন্দ্র সূর্য তোমায়
রাখবে কোথায় ঢেকে।
কত কালের সকাল-সাঁঝে
তোমার চরণধনি বাজে,
গোপনে দূত হৃদয়মাঝে
গেছে আমায় ডেকে।

ওগো পথিক, আজকে আমার
সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন
উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ,
ফুরালো মোর যা ছিল কাজ–
বাতাস আসে হে মহারাজ,
তোমার গন্ধ মেখে।

Check Also

আমাদের ছোট নদী – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় ...

DMCA.com Protection Status