Breaking News
Home / বাংলা কবিতা (কবিদের তালিকা অনুযায়ী) / রবীন্দ্রনাথ ঠাকুর / তুমি নব নব রূপে এসো প্রাণে __রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি নব নব রূপে এসো প্রাণে __রবীন্দ্রনাথ ঠাকুর

তুমি নব নব রূপে এসো প্রাণে ।
এসো গন্ধে বরনে , এসো গানে ।
এসো অঙ্গে পুলকময় পরশে ,
এসো চিত্তে অমৃতময় হরষে ,
এসো মুগ্ধ মুদিত দু নয়ানে ।
তুমি নব নব রূপে এসো প্রাণে ।

এসো নির্মল উজ্জ্বল কান্ত ,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত ,
এসো এসো হে বিচিত্র বিধানে ।
এসো দুঃখে সুখে , এসো মর্মে ,
এসো নিত্য নিত্য সব কর্মে ;
এসো সকল-কর্ম-অবসানে ।
তুমি নব নব রূপে এসো প্রাণে ।

Check Also

আমাদের ছোট নদী – রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় ...

DMCA.com Protection Status