নখের নিচেরেখেছিলাম
তোমার জন্য প্রেম,
কাটতে কাটতেসব খোয়ালাম
বললে না তো, – ‘শ্যাম,
এই তো আমি তোমার ভূমি
ভালোবাসার খালা,
আঙুল ধরোলাঙ্গল চষো
পরাও প্রণয় মালা’।
Check Also
অমিমাংসিত সন্ধি – হেলাল হাফিজ
তোমাকে শুধু তোমাকে চাই, পাবো? পাই বা না পাই এক জীবনে তোমার কাছেই যাবো। ইচ্ছে ...