“ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে। প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে।।” “মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা। কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা। আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর দুয়ার খোলা।” “কহে চণ্ডীদাস, কানুর পীরিতি – জাতিকুলশীল ছাড়া।” ...
Read More »এ ঘোর রজনী – চণ্ডীদাস
এ ঘোর রজনী, মেঘের ঘটা, কেমনে আইল বাটে? আঙ্গিনার কোণে তিতিছে বঁধুয়া, দেখিয়া পরাণ ফাটে। সই, কি আর বলিব তোরে, বহু পুণ্যফলে সে-হেন বঁধুয়া আসিয়া মিলল মোরে। ঘরে গুরুজন, ননদী দারুণ, বিলম্বে বাহির হৈনু – আহা মরি মরি, সংকেত করিয়া
Read More »সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই – চণ্ডীদাস
সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।
Read More »