Bangla Friendship Sms:
বন্ধু তুমি কেমন আছ
জানাও আমায় খবর
তোমায় ছাড়া একটি মুহূর্তও
কাটে না যে আমার।
.
এসএমএস হয়ে থাকব আমি তোমার হৃদয় জুড়ে
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে
কখনও ভেবোনা আমি তোমার থেকে দূরে
বন্ধু হয়ে থাকব আমি সারা জীবন ভরে।
.
বন্ধু মানে মনের সাথি
বন্ধু মানে দুটি হাত
বন্ধু মানে দুজন মিলে
কাটিয়ে দেওয়া রাত।
.
বন্ধু মানে মনের মাঝে জমে থাকা আলাপ
বন্ধু মানে জ্যোৎস্না ভেজা গল্প বলা রাত,
বন্ধু শত বাঁধার পরেও একসাথে থাকা দুটি হাত
বন্ধু মানে ভালোবাসায় শিক্ত দুটি মনের মাঝ।
.
আমি একটা দিন চাই আলোয় ভরা
আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া।
আমি একটা গোলাপ চাই সুভাষ ভরা।
আমি একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা।
বৃক্ষের কষ্ট হয় পাতা ঝড়ে গেলে
নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
চাঁদের কষ্ট হয় মেঘে ঢেকে গেলে
আমার কষ্ট হয় বন্ধু তুমে চলে গেলে।
.
ভালোবাসতে হয় মন থেকে
স্বপ্ন দেখতে হয় সম্ভাবনা থেকে
সামনের দিকে যেতে হয় আস্তে আস্তে
আর বন্ধুত্ব করতে হয় হৃদয়ের গভীর থেকে।
.
কষ্ট তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে আসবে না
সুখ তুমি প্রতিজ্ঞা করো, আমার ছেড়ে যাবে না
চক্ষু তুমি প্রতিজ্ঞা করো আমার আর কাঁদাবে না
বন্ধু তুমি প্রতিজ্ঞা করো আমায় ছেড়ে যাবে না।
.
এই বুকের ভিতর মন আছে
সেই মনেতে কেবল তুমি
বন্ধু হয়ে তোমার মনেও
থাকতে চাই আমি।
.
বন্ধু তোমায় সারা জীবন রাখতে চাই আগলে
চোখের জলে বুক ভেসে যায় তুমি না পাশে থাকলে।
চাঁদের যেমন কষ্ট লাগে মেঘে ঢেকে থাকলে
আমারও তাই তেমনি লাগে তোমায় না দেখলে।
আরও পড়ুন… Bangla Love Sms