লিওনার্দো দা ভিঞ্চির বাণী : লিওনার্দো দা ভিঞ্চি (Leonardo Vinci) ছিলেন একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। একাধারে তিনি ছিলেন স্থপতি,ভাস্কর, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী ও বিংশ শতাব্দীর অনেক বৈজ্ঞানিক আবিষ্কারের জনক। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিস নামক বিখ্যাত চিত্রকর্মটি তাকে দিয়েছে বিশ্বখ্যাত চিত্রশিল্পীর তকমা। লিওনার্দো দা ভিঞ্চির উক্তি :
১। শিল্প কখন ও শেষ হয় না, শুধুমাত্র পরিত্যক্ত হয়।
– লিওনার্দো দা ভিঞ্চি
২। জ্ঞানার্জন মনকে ক্লান্ত করে নাহ।
– লিওনার্দো দা ভিঞ্চি
৩। অশ্রু হৃদয় থেকে আসে এবং মস্তিষ্ক থেকে নয়।
– লিওনার্দো দা ভিঞ্চি
৪। প্রথম পরিচয়ে কোন কিছুই পছন্দনীয় বা ঘৃণিত হতে পারে নাহ।
– লিওনার্দো দা ভিঞ্চি
৫। উত্তম আনন্দ হচ্ছে কোন কিছু বোঝার আনন্দ।
– লিওনার্দো দা ভিঞ্চি
৬। আমি ঈশ্বর ও মানবতাকে আঘাত করেছি৷ কেননা আমার কাজ যতটা ভালো হওয়ার কথা ছিল তা হয়নি৷
– লিওনার্দো দা ভিঞ্চি
আরও পড়ুন… কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-১)