কনফুসিয়াস এর উক্তি, কনফুসিয়াস এর বাণী : কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের একজন বিখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ। কনফুসিয়াস এর দর্শন, চিন্তা,চেতনা চীনসহ এশিয়ার জীবনদর্শনে কঠিন প্রভাব বিস্তার করে। তিনি ছিলেন মুলত একজন নীতিবাদী দার্শনিক। কনফুসিয়াস এর উক্তি পর্ব-১ঃ
১। যে কোনো পরিস্থিতিতে পাঁচটি বৈশিষ্ট্যের চর্চা করলে নিখুঁত সদগুণের বহিঃপ্রকাশ ঘটে। এগুলো হলো: গাম্ভীর্য, আত্মার উদারতা, আন্তরিকতা, ঐকান্তিকতা ও দয়া।
২। যা সঠিক তা দেখেও কিছু না করা হলো সাহস বা নীতির অভাব।
৩। উত্তম মানব খোঁজে নিজের মধ্যে, অধম মানব খোঁজে অন্যের মধ্যে।
৪। ভুল করায় লজ্জিত হয়ে তাকে অপরাধে রূপান্তরিত কোরো না।
৫। প্ৰতিশোধের পথে যাওয়ার আগে দুটি কবর খুঁড়ে রেখে – একটি নিজের জন্য, অপরটি শত্রুর জন্য।
৬। বাস্তবে জীবন সত্যিই খুব সরল, কিন্তু আমরা এটিকে জটিল করার পিছনে লেগেই আছি।
৭। এমন একটি কাজকে নির্বাচন করো,যেটা করতে তুমি পছন্দ করো, তাহলে তোমায় সারা জীবন একদিনও কাজ করতে হবেনা।
৮। সবকিছুর মধ্যেই সৌন্দর্যতা আছে, কিন্তু সবাই এটি দেখতে পায়না।
৯। সফলতা নির্ভর করে আগের থেকে নেওয়া প্রস্তুতির উপর ভিত্তি করে, বিনা প্রস্তুতিতে অসফলতা একদম নিশ্চিত।
১০। আমরা তিনটি পদ্ধতির দ্বারা জ্ঞান অর্জন করতে পারি; প্রথমত চিন্তা করার মাধ্যমে যেটা সবথেকে সঠিক পদ্ধতি, দ্বিতীয়ত অনুকরণ করার মাধ্যমে যেটা সবথেকে সহজ পদ্ধতি এবং তৃতীয়ত অনুভবের মাধ্যমে যেটা সবথেকে কষ্টকর পদ্ধতি।
১১। ঘৃনা করা খুব সহজ, প্রেম করা খুব মুশকিল; প্রত্যেকটা জিনিস এইভাবেই কাজ করে | সকল ভালো জিনিসকে পাওয়া সবথকে মুশকিল হয়ে থাকে এবং খারাপ জিনিস খুব সহজেই পাওয়া যায়।
১২। বুদ্ধি, করুণা এবং সাহস এই তিনটি জিনিস কোনো ব্যক্তির কাছে সার্বভৌমিক মান্যতা প্রাপ্ত নৈতিক গুন হয়ে থাকে।
১৩। একজন শ্রেষ্ঠ ব্যক্তি, কথায় কম আর কাজে বেশি হয়।
১৪। কখনো ব্যর্থ না হওয়া এটা আমাদের গৌরব নয় বরং প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো আসল গৌরব।
১৫। একটি সিংহের চেয়ে বেশি একটি দমনকারী সরকারের প্রতি ভয় পাওয়া উচিত।
১৬। আমি শুনি আর তারপর ভুলে যাই, আমি দেখি আর সেটা মনে রাখি, আমি যা করি সেটা আমি বুঝতে পারি।
১৭। তুমি যেটা নিজের ক্ষেত্রে পছন্দ করোনা সেটা কখনই অন্যের ক্ষেত্রে ঘটিও না।
১৮। খারাপ জিনিসকে দেখা আর শোনার মাধ্যমে দুষ্টতার শুভারম্ভ হয়।
১৯। যে নিজের উপর বিজয়্প্রাপ্ত করে নেয়, সে সবথেকে বড় পরাক্রমী যোদ্ধা।
২০। রত্নকে না ঘষলে কখনই সেটির চমক হয়না, ঠিক তেমন ভাবেই মানুষের ব্যক্তিত্ব বিনা সংঘর্ষের দ্বারা কখনই উজ্জ্বল হয়না।
আরও পড়ুন…
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-২)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৩)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৪)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৫)