কনফুসিয়াসের উক্তি, কনফুসিয়াসের বাণী ঃ
২১। যে ব্যক্তি শুধু শিখেই যায় কিন্তু সেটা নিয়ে চিন্তা করেনা, সে শিখেও সবকিছু ভুলে যাবে এবং যে ব্যক্তি শুধু চিন্তায় করে যায় কিন্তু কোনো কিছু শেখে না, সে ভীষণ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে।
২২। যেকোনো রাষ্ট্রের শক্তি নির্ভর করে সেখানে বসবাসকারী পরিবারের সত্য নিষ্ঠা আর দৃঢ় নৈতিকতার উপর ভিত্তি করে।
২৩। কেউ আঘাত করলে ভুলে যেও, কিন্তু দয়া দেখালে নয়।
২৪। আমি শুনি এবং ভুলে যাই, আমি দেখি এবং স্মরণ করি, আমি করি এবং বুঝি।
২৫। অজ্ঞতা হলো মনের রাত্রি, কিন্তু সেটা চন্দ্র ও নক্ষত্ৰহীন রাত ।
২৬। তুমি কত ধীর গতিতে অগ্রসর হচ্ছে সেটা কোনো ব্যাপার নয় যতক্ষণ না তুমি থেমে না যাও ।
২৭। মানুষের প্রকৃতি একই রকম; তাদের অভ্যাসই কেবল তাদের মধ্যে পার্থক্য তৈরি করে ।
২৮। নিজেকে শ্রদ্ধা কর, তাহলে অন্যেরাও তোমাকে শ্রদ্ধা করবে।
২৯। ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করতে হলে অতীত নিয়ে অধ্যয়ন কর।
৩০। নিরাপদ অবস্থায় বিশ্রামের সময়ও একজন উত্তম মানব বিপদের কথা ভুলে যায় না। নিরাপদ অবস্থায়ও সে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা মনে রাখে। যখন সবকিছু শৃঙ্খলবদ্ধ, তখনও সে বিশৃঙ্খলার সম্ভাবনার কথা ভুলে যায় না। ফলে ব্যক্তি হিসেবে সে বিপদে পড়ে না, এবং তার রাজ্য ও বংশের সদস্যরা নিরাপদ থাকে।
৩১। প্রতিশোধের রথের উপর ভ্রমন শুরু করার আগে সর্বপ্রথম নিজের জন্য কবর খুঁড়ে রাখুন।
৩২। একজন মানুষ যে ভুল করেছে; সে যদি সেই ভুলটিকে না শোধরায়, আরও একটি ভুল সে করবে।
৩৩। সত্যিটা জানার পরও সেটিকে না করা সবথেকে বড় একটি কাপুরুষতা।
৩৪। মানবজাতি জানোয়ারদের থেকে খুব সামান্যই আলাদা হয়ে থাকে, কিন্তু অনেক মানুষ সেই সামান্যটুকুও নিজের মন থেকে বার করে দেয়।
৩৫। যখন তোমার কাছে এটা স্পষ্ট যে, লক্ষ্যে আর পৌঁছানো যাবেনা তখন তুমি নিজের লক্ষ্যকে বদল করোনা | শুধু লক্ষ্য প্রাপ্তির জন্য নেওয়া পরিকল্পনাটিকে বদল করো।
৩৬। ব্যক্তি যত বেশি ভালো ধারণা নিয়ে চিন্তা-ভাবনা করবে, তার কাছে জগৎ ততই সুন্দর এবং ব্যাপক হবে।
৩৭। শ্রেষ্ঠ ব্যক্তি সর্বদা নিজের ধর্ম পালন করার কথা ভাবে কিন্তু সাধারণ ব্যক্তি শুধু আরামের কথাই ভাবে।
৩৮। যখন তোমার নিজের বাড়ির সিঁড়ি নোংরা আবর্জনায় পরিপূর্ণ, তখন প্রতিবেশীর ছাদে পরে থাকা নোংরার দিকে নজর রাখা বন্ধ করো।
৩৯। সত্যতা এবং সৎ কাজ সর্বদা উচ্চ নৈতিকতার আঁধার হিসাবে কাজ করে।
৪০। যদি তোমায় নিজের উৎকৃষ্ট ভবিষ্যতের নির্মান করতে হয়, তাহলে অতীতের অধ্যয়ন করো।
আরও পড়ুন…
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-১)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৩)