কনফুসিয়াসের স্মরণীয় উক্তি /বাণী ঃ
৬১। সাবধানিরা কদাচিৎ ভুল করে।
৬২। দৃঢ়চেতা বিদ্বান ও গুণী মানুষেরা নিজেদের সদগুণকে প্রশ্নবিদ্ধ করে বাঁচতে চায় না। তারা তাদের ভালো গুণ সমুন্নত রাখার জন্য এমনকি জীবন বিসর্জন দিতেও প্ৰস্তুত।
৬৩। দৃঢ়তা, স্থায়িত্ব, সারল্য ও ভদ্রতার অবস্থান সদগুণের সন্নিকটে।
৬৪। গুণী মানুষের প্রথম অগ্ৰাধিকার হলো বাধা আসলে তা অতিক্রম করা; সাফল্যের বিবেচনা পরে ।
৬৫। তিনিই একজন পরিপূর্ণ মানুষ যিনি লাভের ক্ষেত্রে ন্যায্যতার কথা বিবেচনা করেন, বিপদে নিজের জীবন বিসর্জন দিতে প্ৰস্তুত থাকেন এবং যতো পুরোনোই হোক অতীত সমঝোতার কথা ভুলে যান না।
৬৬। যে বিদ্বান ব্যক্তি আরাম-আয়েশকে ভালোবাসে সে বিদ্বান হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয় ।
৬৭। উত্তম মানবকে ক্ষুদ্র বিষয় দিয়ে বিচার করা যাবে না, কিন্তু বড় বিষয্যের দায়িত্ব দিয়ে তার উপর নির্ভর
৬৮। যা কিছু সমাধা হয়েছে তা নিয়ে কিছু বলার প্রয়োজন নেই; যা কিছু অতীত তা নিয়ে দোষারোপ করা অনাবশ্যক ।
৬৯। সীমা অতিক্রম করা লক্ষ্যে পৌঁছানোর আগে থেমে যাওয়ার মতোই অযৌক্তিক।
৭০। সদগুণ মানুষের কাছে জল বা আগুনের চেয়েও বেশি কিছু। জলে বা আগুনে পড়ে আমি মানুষকে মরতে দেখেছি, কিন্ত সৎ পথে চলায় কোনো মানুষকে আমি মরতে দেখিনি।
৭১। সদগুণ একা দাঁড়িয়ে থাকে না। যে এর চর্চা করে তার প্রতিবেশী থাকে ।করা যাবে। ক্ষুদ্র মানবকে বড় বিষয়ের দায়িত্ব দিয়ে বিশ্বাস করা যাবে না, কিন্তু ক্ষুদ্র বিষয়ের মাধ্যমে তাকে চেনা যাবে।
৭২। উত্তম মানব তার বাক্যে ভদ্রতা বজায় রাখে, কিন্তু কাজের ক্ষেত্রে সে সবাইকে ছাড়িয়ে যায়। উত্তম মানব সন্তুষ্ট ও শান্ত থাকে; অধম মানব সবসময় বেদনাগ্ৰস্ত থাকে।
৭৩। উত্তম মানব নিজের মনকে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে স্থাপন করে না; যা সঠিক সেটাকেই সে অনুসরণ করে।
৭৪। যখন একজন মানুষ যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করে। কিন্তু সেটা ধরে রাখার মতো সদগুণ তার থাকে না, তখন সে যা অর্জন করে তা হারিয়ে ফেলে।
৭৫। তোমার যদি কোনো ত্রুটি থাকে, তা ত্যাগ করতে ভয় পেয়ো না।
৭৬। খাওয়ার জন্য মোটা চাল, পান করার জন্য জল, আর বালিশ হিসেবে আমার ভাঁজ করা হাত – এর মধ্যেও আমি আনন্দ খুঁজে পাই । অনৈতিক আচরণের মাধ্যমে অর্জিত ধন ও সম্মান আমার কাছে কেবল ভাসমান মেঘের মতো ।
৭৭। নীতিবানের সঙ্গ ছাড়া চরিত্র গঠন সম্ভব নয়।
৭৮। তুমি যদি মানুষের সেবা করতে না পার , তবে মৃত মানুষের আত্মার সেবা করবে কীভাবে? তুমি যদি জীবন সম্পর্কে না জানি, তাহলে মৃত্যু সম্পর্কে কীভাবে জানবো?
৭৯। সত্যকে প্রতষ্ঠিতি না করে শুধু সত্যানুসন্ধান করার র্অথ সাহসরে অভাব।
৮০। কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-১)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-২)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৩)
কনফুসিয়াস এর বিখ্যাত উক্তি (পর্ব-৫)